

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচনে প্রাথমিকভাবে ১৯ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। শীর্ষ তিন পদের মধ্যে ভিপি পদে দুইজন এবং জিএস পদে একজনের প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
রবিবার(২১ সেপ্টেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
এছাড়াও,খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে ২ জন, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থীর প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের প্রার্থীতা বাতিলের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন,"আমরা এই প্রার্থীদের প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করেছি। কারো নামের ভুল,ছবির পিছনের সঠিকভাবে নাম লিখতে পারিনি বা হলের এটাচমেন্ট সংক্রান্ত সমস্যার কারণেই মূলত তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়াও অনেকের ডাক নাম লিখে দিয়েছে যার সাথে ডকুমেন্টের নামের মিল নাই। তবে তারা আমাদের সাথে যোগাযোগ করে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারলে তাদের প্রার্থীতা ফিরিয়ে দেয়া হবে।"
মন্তব্য করুন
