বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
ভিপি ও জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃত
expand
জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি ও জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃত করার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনের লোহার রেলিংয়ে বিকৃত ছবি সংবলিত এসব পোস্টার পাওয়া যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিকেল ২টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ঝুলানো অবস্থায় শিবির–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম এবং অপর কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল ফারুকের বিকৃত করা পোস্টার দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই বিকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, পোস্টারে থাকা প্রার্থীদের ছবিগুলো লাল ও কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক জিলন লেখেন, যারা এই কাজটি করেছেন, এটি নিছক নোংরামি।

এসব কাজ শাহবাগী ঘরানার লোকদের কাজ। নিজেরা ওই পর্যায়ে নামবেন না। সুন্দর একটি জকসুকে নোংরা করবেন না, আল্লাহর ওয়াস্তে। প্লিজ।

এ বিষয়ে শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সব সময় সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি।

যারা ছবি বিকৃত করার মতো নিকৃষ্ট পন্থার আশ্রয় নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি, ৩০ ডিসেম্বরের নির্বাচনে শিক্ষার্থীরা এসব কাজের সমুচিত জবাব দেবে।

এ প্রসঙ্গে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চাই।

এভাবে পোস্টার ও ছবি বিকৃতি করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না। যারা এসব কাজ করেছে, তাদের প্রতি নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার বিকৃত করার বিষয়ে কেউ আমাদের কাছে এখনো অভিযোগ দেয়নি। তাছাড়া আমি নিজেও বিষয়টি নিয়ে অবগত না। তাই এ নিয়ে কোন মন্তব্য করতে পারছি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X