রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জানা গেলে দেশে কত শতাংশ মানুষ ইসলামি আইন চালুর পক্ষে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

এক জনমত জরিপে দেখা গেছে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিভিন্ন বিষয়ে জনগণের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই মনে করছেন, গত জুলাইয়ের পর বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, ৭৪ শতাংশ মানুষ মনে করেন-জুলাইয়ের পর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রভাব আগের তুলনায় বেশি দৃশ্যমান।

এ ছাড়া ৬৫ শতাংশ ব্যক্তি অভিমত দিয়েছেন- দেশে ইসলামি আইন চালু করা হলে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।

ধর্মীয় সম্প্রীতি নিয়ে প্রশ্নে জনগণের মতামত কিছুটা বিভাজিত। ৩২ শতাংশ মানুষের মতে, সাম্প্রতিক সময়ে ধর্মীয় সম্প্রীতি বেড়েছে; তবে ২৭ শতাংশ মনে করেন, সম্প্রীতির অবনতি ঘটেছে।

জরিপের ফলাফল নিয়ে বিভিন্ন জনমতের প্রতিক্রিয়ায় দেখা গেছে, অনেকেই এই পরিসংখ্যানকে যথেষ্ট বাস্তবসম্মত বলে মনে করছেন।

তাদের মতে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের এমন মতামত দেওয়াটা অস্বাভাবিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও জরিপের ফল নিয়ে আলোচনার ঝড় দেখা গেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন- যে ব্যক্তিরা আগে ইনোভিশনসহ অন্যান্য সংস্থার জরিপকে সন্দেহের চোখে দেখতেন, তারাই আবার সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার জরিপকে অনায়াসে গ্রহণ করেছেন।

অনেকের ধারণা, প্রকাশক প্রতিষ্ঠানের প্রতি ব্যক্তিগত পছন্দ–অপছন্দ জরিপ গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলছে।

জরিপটিতে ধর্মভিত্তিক রাজনীতি ছাড়াও ইউনুস সরকারের প্রতি জনগণের আস্থা-অনাস্থা, বিভিন্ন খাতে সন্তুষ্টি–অসন্তুষ্টির বিষয়েও মতামত সংগ্রহ করা হয়। বেশির ভাগ অংশগ্রহণকারী সরকারের বিভিন্ন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করলেও পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে অসন্তোষের মাত্রা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।

জুলাইয়ের পর ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে-প্রথম আলোর জরিপে জনমত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X