শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নেতারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নেতারা
expand
রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নেতারা

রায়েরবাজারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তারা শহীদদের সম্মান জানিয়ে প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

জোট নেতারা জানান, তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান। পাশাপাশি, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রতিশ্রুতি দেন তারা।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত গুরুত্বসহকারে নেওয়া হবে।”

অপরদিকে সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফারহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগকে কাজে রূপান্তর করার চেষ্টা করব।” তিনি অভিযোগ করেন, হিজাব নিয়ে কিছু ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন