

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। তিনি জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করতে চাই। এখানেই জুলাই বিপ্লবের সাফল্য এসেছে। শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করতে পারবে, আমাদের কাজ হলো কাজ করা।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও ১৯৭১ সালের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন সাদিক কায়েম। বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এখান থেকেই তাদের কার্যক্রম শুরু করেছে, তবে ডাকসুর মূল দায়িত্ব নেওয়ার পর কাজ পূর্ণমাত্রায় শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।
ভিপি বলেন, “শহীদরা আমাদের প্রেরণার উৎস। তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস সাজানো আমাদের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের নমুনা তৈরি করা হবে, যা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।”
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী এস এম ফরহাদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পরই কার্যক্রম শুরু হবে। তার আগে প্যানেল শহীদদের স্মরণ ও তাদের জন্য দোয়া করছে। তিনি বলেন, “জুলাই শহীদদের যে দায়িত্ব আমাদের ওপর এসেছে, তা সুন্দর ক্যাম্পাস গড়ে দেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে সেটি নিশ্চিত করা হবে।”
এসময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ অন্যান্য প্যানেল নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন