

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও চড়ুইভাতি আয়োজন করেছে নবজাগরণ ফাউন্ডেশন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেডিয়াম মার্কেটের ফাউন্ডেশনের কার্যকরী অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবজাগরণ শিক্ষানিকেতনের ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে খাতা, কলম, স্কেল ও পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শিশুদের নিয়ে আয়োজন করা হয় আনন্দঘন চড়ুইভাতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. ফারহাত তাসনিম ও মো. খালিদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ড. গোলাম রাশেদ, কল্পণা ভৌমিক, সবুজ কুমার মহন্ত, ফাহিম রহমান, অলিউল ইসলাম ও মাহিন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুনায়েদ ও আতিফা সারমিলা। উদ্যোগটির কনভেনর ছিলেন তৌহিদুল জামান রিফাত।
এ উদ্যোগে স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করেন তাসনুবা রীতি ও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফুল ইসলাম।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “আমাদের এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মুখে একটুখানি হাসি ফোটানো।”
উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিশুদের শিক্ষা আগ্রহই বাড়ায় না, বরং সমাজে ইতিবাচক মূল্যবোধ গঠনের পথ তৈরি করে।”
কনভেনর তৌহিদুল জামান রিফাত বলেন, “এই আয়োজন আমাদের স্বেচ্ছাসেবকদের জন্যও একটি বাস্তব সামাজিক শিক্ষা—যেখানে আমরা সরাসরি বুঝতে পারি সহমর্মিতা কীভাবে সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে।”
উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে।
মন্তব্য করুন