

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে কোনো ধরনের ব্যবসা বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি টিকবে না।
তার ভাষায়, অতীতে একটি রাজনৈতিক গোষ্ঠী মুক্তিযুদ্ধকে পণ্য বানিয়ে রাজনৈতিক সুবিধা নিয়েছিল, কিন্তু সেই যুগ শেষ হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত “কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫” অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “জুলাই চেতনা ও আকাঙ্ক্ষা যাদের মধ্যে রয়েছে, তারাই নতুন বাংলাদেশ গড়বে। মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনার নামে যারা ব্যবসা করবে, তাদের সেই সুযোগ আর থাকবে না।”
তিনি আরও বলেন, “শহীদদের রক্ত ও গাজীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা — যেটির জন্য শহীদরা জীবন দিয়েছিলেন।”
ভিপি সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশে রাজনীতি হবে কল্যাণভিত্তিক। এখানে থাকবে না মাসল পলিটিক্স, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সুযোগসন্ধানী রাজনীতি। এই দেশের রাজনীতি হবে ন্যায়, ইনসাফ ও জনগণের কল্যাণের ভিত্তিতে।”
তিনি আরও মন্তব্য করেন, “যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা দেশের স্বার্থে নয়, অন্যের নির্দেশে কথা বলে। তারা মুজিববাদী বয়ান তুলে ধরে আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। কিন্তু ইতিহাস সাক্ষী—বাংলাদেশে ফ্যাসিবাদের পরিণতি কখনোই শুভ ছিল না, ভবিষ্যতেও হবে না।”
মন্তব্য করুন
