শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘মানুষ ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে চায় তার রিহার্সেল ছাত্র সংসদগুলো’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে চায়, তার এক ধরনের রিহার্সেল এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলোতে।

শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্র সংসদ নেতাদের সম্মান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আমরা সবাই এমন এক বাংলাদেশ চাই, যা তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে। অনেকেই জানতে চান—ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে? আমি বলি, যেভাবে ছাত্র সংসদগুলোতে নেতৃত্বের বিকাশ ঘটছে, সেভাবেই আগামীর দেশ গড়ে উঠবে।

তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, তোমরা শুধু ক্যাম্পাস নয়, গোটা জাতির জন্য নতুন দিকনির্দেশনা দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার পরিবেশ পুনরুদ্ধার করতে হবে, কারণ উন্নত জাতি গঠনের জন্য এটি অপরিহার্য।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তোমাদের মধ্যে যে নতুন নেতৃত্বের জোয়ার দেখা যাচ্ছে, তা আমাদের আশাবাদী করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। ভবিষ্যতের বৃহত্তর নেতৃত্ব হিসেবে তোমাদের প্রস্তুত হতে হবে—তোমরাই একদিন দেশের ককপিটে বসবে, আমরা তখন পেছন থেকে পরামর্শ দেব।

তিনি নির্বাচিত ছাত্রনেতাদের সততা, যোগ্যতা ও নেতৃত্বগুণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, তোমরা যে সাহসিকতায় পরিবর্তনের সূচনা করেছ, সেই স্পৃহা ধরে রাখতে হবে। তোমরাই পারবে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম পরিচালনা করেন। চারটি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন