মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামিতার অভিযোগে হাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

‎দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি মেসে অপ্রীতিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। মেসের অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। ‎ ‎আটক দুজনের মধ্যে একজন হাফিজ, তিনি হাবিপ্রবির কৃষি অনুষদের ২০২১ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জে। অপরজন অপূর্ব, তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। সদ্য উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ‎ ‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে ওই দুজন বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী মেসের একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শোনা গেলে অন্য শিক্ষার্থীরা দরজায় নক করে খোঁজ নেন।

একপর্যায়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেছেন বলে জানান মেসের শিক্ষার্থীরা। এরপর তাদের কক্ষেই রাখা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। ‎ ‎পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজামউদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ‎ ‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, মেসের শিক্ষার্থীরা আমাদের অবহিত করলে আমরা সেখানে গিয়ে বিষয়টি যাচাই করি। জিজ্ঞাসাবাদের সময় অপূর্ব নামের একজন বিষয়টি স্বীকার করেছে। এরপর পরিস্থিতি বিবেচনায় পুলিশকে জানানো হয়। হাফিজ যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X