

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে প্রতি বছরর ন্যায় এবছর অনুষ্ঠিত হয়েছে ৪৫ তম ব্যাচের রাজা–রানী নির্বাচন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসংলগ্ন র্যাগজোন ভবন প্রাঙ্গণে এ ভোটগ্রহণ চলছে। নির্ধারিত সময় সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।” তিনি আরও জানান, দুপুরের পর ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে নির্বাচন কমিশন প্রত্যাশা করছে।
সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সকাল ৮টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। আমরা সবদিক নজরদারিতে রেখেছি যাতে নির্বাচন নিখুঁতভাবে শেষ হয়।
মন্তব্য করুন
