

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। শনিবার সন্ধ্যায় সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। তার নাম ঘোষণার পরপরই পুরো সিনেট ভবন ‘হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালিহা নামলাহ পেয়েছেন ১ হাজার ৮৩৬ ভোট এবং আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট।
ঢাকার মিরপুরের বাসিন্দা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (ব্যাচ-৪৮) শিক্ষার্থী। তিনি ফজিলতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং ধর্ষণ বিরোধী মঞ্চের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ বড় জয় পেয়েছে। তারা জিএস, দুই এজিএসসহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে, ভিপি পদ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীর জিতু। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা দুটি পদে এবং আরও দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান।
মন্তব্য করুন
