

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাবির এফ রহমান হলে জিমনেশিয়াম উদ্বোধন করলেন ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে প্রাথমিকভাবে অল্প কিছু আধুনিক সরঞ্জামের মাধ্যমে ইনডোর জিমনেশিয়াম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এফ রহমান হল সংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম ফিতা কাটার মাধ্যমে জিমনেশিয়ামের উদ্বোধন করেন।
এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সহ এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্লাহ হাবিব, এজিএস আব্দুল্লাহ আল জুবায়ের ও অভ্যন্তরীন ক্রীড়া সম্পাদক আবরার হোসেন উপস্থিত ছিলেন।
ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, "ঢাবির অন্যান্য হল থেকে এফ রহমান হল তুলনামূলক ছোট হওয়া সত্বেও আজকে এই জিমনেসিয়াম উদ্বোধনের মাধ্যমে পূর্ণতা পেতে যাচ্ছে। আমরা আশা করি ধীরে ধীরে জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গ জিমনেশিয়ামে রূপান্তরিত হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন,"পরবর্তী বাংলাদেশের কর্ণধার হিসেবে শিক্ষা, গবেষণা ও দেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখতে সুস্থ মন এবং সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আমরা নিয়মিত সকালে মর্নিং রাইড প্লাটফর্মের আয়োজন করেছি। আশা করি যারা নিয়মিত শরীর চর্চা করেন তারা এবং যারা করেন না তারাও আসবেন।
মন্তব্য করুন