সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
রাবির রংধনু শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
expand
রাবির রংধনু শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর–এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রংধনু শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫’।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়। শাখা পরিচালক শামীম আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অগ্রপথিক মুসাদ্দিক মুবিন নাবিল ও ফারহান জামিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর-এর প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক প্রফেসর এ বি এম হামিদুল হক।

এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ফুলকুঁড়ি আসর নেতৃবৃন্দ, সংগঠক এবং শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন। শিশুকিশোরদের একক গান, আবৃত্তি, দলীয় গানসহ নানা পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাইন্ড ম্যারাথন সিজন–২, গণিত অলিম্পিয়াড, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও আদর্শ আসরসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রায় ৮০টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন