

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রশাসন জানায়, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো সাংস্কৃতিক, সামাজিক বা অন্যান্য ধরনের অনুষ্ঠান আয়োজন বা চালিয়ে রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন