

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছেন ৯ জন পোলিং এজেন্ট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে যৌথভাবে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা জরুরি।
অভিযোগকারীদের মধ্যে আছেন—জাইবা তাহজীব, বৈশাখী সুলতানা রিথী, সামিরা রহমান, ইসরাত জাহান, শাহানা মমিন রাইসা, জাহরা নাজিফা, সামিহা হায়দার কথা, মো. মুসফিকুর রহমান এবং রাজ ধর প্রীতম।
তাদের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী, ভোটার ও এজেন্টরা বহু অনিয়ম প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে আগে থেকে পূরণ করা ব্যালট পেপার রাখা, ভুয়া ভোটারের উপস্থিতি, দায়িত্ব পালনে এজেন্টদের বাধা প্রদান—এসব ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়। এছাড়া ভোটারদের আঙুলে ব্যবহৃত কালি সহজেই মুছে যাওয়ায় এর অমোচনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের দিন ভুয়া প্রেস-পাস ব্যবহার করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন প্রভাবিত করেছেন।
এজেন্টরা ভোটার উপস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তাদের বক্তব্য, কমিশন যে সংখ্যক ভোটার অংশগ্রহণের দাবি করেছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। যদি সত্যিই এত বিপুলসংখ্যক ভোট পড়ে থাকে, তবে দিনের দ্বিতীয় ভাগে ভোটকেন্দ্র প্রায় ফাঁকা থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ।
ভোট গণনার সময়ও অনিয়ম দেখা গেছে বলে অভিযোগে বলা হয়। এর মধ্যে রয়েছে—গণনা শুরুতে বিলম্ব, নির্দিষ্ট পক্ষের প্রার্থীদের উপস্থিতি, গণনা মেশিন ও সফটওয়্যার নিয়ে অস্পষ্টতা এবং পোলিং এজেন্টদের গণনা প্রক্রিয়া থেকে দূরে রাখা। এসব কারণে তাদের মনে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে তারা কয়েকটি দাবি উত্থাপন করেছেন—
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্পৃক্ত করে অনুসন্ধান কমিটি গঠন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা, ভোটার উপস্থিতির প্রকৃত তথ্য যাচাই করতে ভোটার তালিকা প্রকাশ, ভোট গণনার মেশিন ও সফটওয়্যার কোন প্রতিষ্ঠান থেকে, কীভাবে আনা হয়েছে এবং কারা সম্পৃক্ত ছিল তা প্রকাশ করা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    