রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেই খাদিজাতুল কুবরা এবার জকসু নির্বাচনে প্রার্থী হচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
খাদিজাতুল কুবরা
expand
খাদিজাতুল কুবরা

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ১৫ মাস কারাবন্দী থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা এবার কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন।

একজন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাদিজাতুল কুবরা জানান, আমি আসন্ন জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেছি। তবে কোন পোস্টে এবং কোন প্যানেল থেকে দাঁড়াব তা এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

নির্বাচনপ্রক্রিয়া সামনে আসায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।

নিজের নির্বাচনী ইশতেহার সম্পর্কে খাদিজা বলেন, প্রথমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসের কাজ যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, সেই লক্ষ্যে কাজ করব। শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে কাজ করব। ক্যান্টিন ও ছাত্রী হলে খাবারের মান উন্নয়নে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন হেনস্তার শিকার না হয়, সেজন্যও কাজ করব।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের খরচ চালানোর বিষয়টাও মাথায় নিয়েছেন তিনি। খাদিজা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন করাতে গিয়ে হেনস্তার শিকার হয়। তাই যাতে টিউশন না করে আউটসোর্সিং করে নিজের খরচ চালাতে পারে, সেজন্য কাজ করব। প্রাইভেট হাসপাতালে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে পারে, সেজন্য কাজ করব। এটা নিয়ে ইতোমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি।

নিজে যে অন্যায়ের শিকার হয়েছেন, সেটা নিয়েও কাজ করার ইচ্ছা পোষণ করে তিনি বলেছেন, আমার মতো যাতে কোনো শিক্ষার্থী বিনা বিচারে জেল না খাটে, সেজন্য কাজ করব। সর্বোপরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।'

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালের অক্টোবরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ এনে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এ মামলায় প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন খাদিজা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন