

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে জাকসু’র আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা৷
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক বলেন মাজহারুল ইসলাম বলেন, “বিভিন্ন তথ্য বলে গত দুইবছর ধরে ইসরাইল ফিলিস্তিনে ১ লক্ষের মতো মানুষ হত্যা করেছে যার মধ্যে ৪০ নারী ও শিশু।
যারা বিশ্ব মানবতার বুলি আওড়ায়ে বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওইদেশকে ইনভেড করে তারা যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় সেই জায়গায় তাদের নিরবতা আমাদেরকে ভোগায়।
সুমুদ ফ্লোটিলায় হামলার নিন্দা জানিয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, ইসরাইল ফিলিস্তিনের মানুষকে নৃশংসভাবে হত্যা করে আসছে।
তাদের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিকদের নিয়ে সুমুদ ফ্লোটিলা ফিলিস্তিনের অভিমুখে কাছাকাছি গেলে ইসরাইলি সেনারা তাদের প্রতিরোধ করে এবং তাদের অবরুদ্ধ করে বন্দি করে। ফিলিস্তিনের মা-বোনেরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে, পানির অভাবে মারা যাচ্ছে এবং ফিলিস্তিনের মানুষ ও শিশুদের পাখিদের মতো গুলি করে হত্যা করেছে তখন তাদের মানবতার বুলি কোথায় থাকে?
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, গত কয়েক দিন থেকে অভুক্ত গাজাবাসীর আহার সন্ধানের জন্য সমুদ ফ্লোটিলা যাত্রা করেছিলো সেখানে ফ্যাসিস্ট ইসরাইল সরকার সেখানে বাধা দিয়েছে।
এই পৃথিবীর এক নম্বর টেরোরিস্ট দেশ হলো ইসরাইল এবং তাদের নেতা নেতানিয়াহু। মানবতারবিরোধী কাজের জন্য ইসরাইল একাই দায়ী নয়৷ তার পেছনে অনেক শক্তি কাজ করছে যাদের মধ্যে আছে আমেরিকা। মানবতা বিরোধী কাজে উভয়ী সমান দোষী। সময় এসেছে মানবতালঙ্ঘণকারী এদের ধ্বংস করতে হবে এবং ফিলিস্তিনকে মুক্ত করতে হবে সেখানে জাতিসংঘ যেন তার মুখ্যভূমিকা পালন করে।
মন্তব্য করুন