শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নীলক্ষেতে ছাপা হয় ডাকসুর ব্যালট, অভিযোগ গুরুত্বসহ তদন্ত করছে কমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
ডাকসু নির্বাচন
expand
ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেতে অনিরাপদভাবে ছাপানো হয়েছে-এমন অভিযোগকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও তদন্ত করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার লিখিত জবাব প্রদান করা হয়েছে। বাকি অভিযোগ ও প্রশ্নগুলোর জবাবও ধাপে ধাপে জানানো হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ব্যালট পেপার সম্পর্কিত অভিযোগকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে ইতোমধ্যে গভীর অনুসন্ধান শুরু হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন