

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেতে অনিরাপদভাবে ছাপানো হয়েছে-এমন অভিযোগকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও তদন্ত করছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার লিখিত জবাব প্রদান করা হয়েছে। বাকি অভিযোগ ও প্রশ্নগুলোর জবাবও ধাপে ধাপে জানানো হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ব্যালট পেপার সম্পর্কিত অভিযোগকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে ইতোমধ্যে গভীর অনুসন্ধান শুরু হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    