

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাবির সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসসিরে কুরআন এবং ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস, এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সিরাত বা সিরাতুন্নবী (সাঃ) বা নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনীর বিস্তারিত বিবরণ আলোচোনা করেন।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম সিরাত সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তার জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, একই সাথে তিনি মুসলমান হিসেবে বাস্তব জীবনে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্ব আলোচনা করেন।
ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক, শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ(ডাকসু জিএস )ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান( ডাকসু এজিএস) সহ ঢাবি শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
উল্লেখ্য, গত রমজান মাসে অনুষ্ঠিত অনলাইন ও অফলাইনে ধারাবাহিক তিনটি ধাপে সিরাতের উপর প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের কে পুরস্কার স্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
মন্তব্য করুন