শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা খুন, প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু’র নেতৃত্বে বিক্ষোভ
expand
জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু’র নেতৃত্বে বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মীদের সংঘর্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- এর নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে শিক্ষার্থীরা ঢাবির হলপাড়া থেকে বিশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে মিছিলটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে, তারেক জিয়ার অনেক গুণ, শেরপুরে মানুষ খুন; প্লান প্ল্যান কোন প্লান, মানুষ খুনের মাস্টারপ্ল্যান; একশন একশন, ডাইরেক্ট একশন; খুনিদের বিরুদ্ধে , ডাইরেক্ট একশন; খুনি আর স্বৈরাচার, মিলেমিশে একাকার; ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আপনি বললেন " আই হ্যাভ এ প্ল্যান" আর আমরা সারা দেশ জুড়ে দেখতে পাইলাম আপনার নেতাকর্মীদের চাঁদাবাজি,দখলদারি দেশ জুড়ে নারীদের উপর ঘৃণ্য হামলা।

আমরা জানি না এই চাঁদাবাজি,নারীর উপর হামলা, খুনোখুনি আপনার প্ল্যান কি না, যদি হয়ে থাকে তাহলে খুনি হাসিনার মতো পরিনতি বরণ করার জন্য প্রস্তুত হয়ে যান।

আর যদি না হয়ে থাকে তাহলে আপনার নেতা কর্মীদেরকে আপনি সামলান। তারা কিন্তু পাগলা কুকুরের মতো হয়ে গেছে, আর পাগলা কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় টা কিন্তু বাংলার জনগণ জানে।

সুতরাং সাবধান হয়ে যান, নতুন বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজদের জায়গা করতে দিবো না, আমার বোনদের উপর হামলা করবেন সে সুযোগ আমরা দেবো না।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন," তোমাদেরকে আমরা এক বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম তার সিকি ভাগও তোমরা পূরণ করতে পারো নাই। সর্বশেষ আমরা চেয়েছিলাম যে একটা নিরাপদ পরিবেশে সুষ্ঠু নির্বাচন।

একটা রাজনৈতিক দলের নেতাকে তোমরা নিরাপত্তা দিতে পারো না, তোমরা কিভাবে জনগণের নিরাপত্তা দিবে?? সময় থাকতে সাবধান হয়ে যাও ইন্টেরিম একে তোমরা অযোগ্য তারপরে আবার দীর্ঘদিন তোমার পক্ষপাত প্রকাশিত হচ্ছে, যদি আবার আমার সোনার বাংলাদেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার স্বপ্ন দেখো তাহলে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

অন্যদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন,"শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন আর আগের বিএনপি নেই। বিএনপি এখন চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রাসীদের আঁতুড়ঘর ঘর হয়ে গিয়েছে ।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা ভেবেছিলাম যারা মজলুম ছিলো, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলো তারা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশে বিনির্মাণ করার জন্য কাজ করবে।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত দেড় বছর ধরে যে দলটি সবচেয়ে বেশি চাঁদাবাজি,টেন্ডারবাজি, সন্ত্রাস ও রাহাজানির সাথে জড়িত ছিলো তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি শুধু নিজেদের অন্তর্দ্বন্দ্বেই দুইশোর ও অধিক মানুষকে মেরে ফেলেছে; যাদের হাতে নিজের দলের লোক নিরাপদ নয় ,তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ??

তিনি বলেন,"আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে এসে এই বিশৃংখল বিএনপিকে তিনি সাবধান করবেন ,ঠিক করবেন। তিনি দেশে ফিরেই বলেছিলেন" আই হ্যাভ এ প্ল্যান" আমরা আশাবাদী হয়েছিলাম,কিন্তু আমরা দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারাদেশের পঞ্চাশের অধিক জায়গায় আমাদের মা-বোনেদের উপর হামলা করা।

একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই দলের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত। এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়।

এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পরে সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হয়েছিল জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে সেই ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে।"

সাদিক বলেন,"আমার মনে হয় ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই তারা তাদের পরাজয় মেনে নিয়েছে, আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার কোন দরকার নেই। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি হারানো অতীতকে ফিরে পাওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশপন্থী সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X