শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নিয়ে যারা সাইবার বুলিং করে, তারা কুলাঙ্গার: ডাকসু ভিপি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রীসংস্থার ‘হিম উৎসব ১৪৩২’–এর উদ্বেধনের পর ডাকসু ভিডি সাদিক কায়েম
expand
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রীসংস্থার ‘হিম উৎসব ১৪৩২’–এর উদ্বেধনের পর ডাকসু ভিডি সাদিক কায়েম

নারী হেনস্তাকারীদে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর জিরো টলারেন্স বলে ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, নারীদের নিয়ে যারা সাইবার বুলিং করে, তারা কুলাঙ্গার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার ঢাবি শাখা আয়োজিত ‘হিম উৎসব ১৪৩২’–এর উদ্বেধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রীসংস্থার ঢাকা শাখার সভাপতি সাবিকুন্নাহার তামান্না, সেক্রেটারি আফসানা আক্তার, ডাকসুর বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।

সাদিক কায়েম বলেন, “যারা নারীদের নিয়ে সাইবার বুলিং করে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে মিরপুরে আমাদের মা-বোনদের উপর হামলা হয়েছে। গতকাল টাঙ্গাইলে হামলা হয়েছে। এছাড়া আরো বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন তাদের বড় পরিচয় তারা কুলাঙ্গার। তাদের ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”

নারী হেনস্তাকারীদের আইনি প্রক্রিয়ায় প্রতিহত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ডাকসু সব সময় নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে। কারও ওপর মব তৈরী করা কিংবা মব করে কোন সিদ্ধান্ত নেওয়াকে আমরা সমর্থন করি না।’

তিনি রাজনৈতিক দলের গুলোর উদ্দেশ্যে বলেন, “আপনারা সহনশীল হোন। কারো গণতান্ত্রিক চর্চাকে আপনারা বাধাগ্রস্ত করবেন না। নির্বাচনী প্রচারণায় মা-বোনদের ওপর হামলা চালানো খুবই ন্যাক্কারজনক কাজ। যারা এমন কাজ করবে দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গণরায় দিবে।”

উল্লেখ্য, ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত ২ দিনব্যাপী ‘হিম উৎসব ১৪৩২’-এ ঢাবি শিক্ষার্থীদের জন্য ফ্রি মেহেদী কর্ণার, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের স্টল ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে। আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X