

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি নয় একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই।
সেই ধরণের উদ্যোগ পুরো বছর জুড়েই রাখবো। সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টির শিক্ষার্থীদের যেন তাদের আইডিয়াগুলো নিয়ে এক সাথে কাজ করতে পারে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেলস ফেয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাদিক কায়েম বলেন, আমাদের ইশতেহারের বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ অ্যাকাডেকিম প্রতিষ্ঠান তৈরি করতে চাই। শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তার বাস্তবে প্রয়োগ করতে পারে। আমরা খুব দ্রুতই জব ফেয়ারের আয়োজন করবো।
একই সাথে রিসার্চ ফেয়ারের আয়োজন করবো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাঁদের গবেষণার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, আমরা ডাকসুর পক্ষ থেকে সেলস ফেয়ার পরিদর্শন করতে এসেছি। এখানে দেখছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা থিওরিতে যা পড়ে তার প্রেক্টিকেল বাস্তবায়ন আমরা দেখছি পাচ্ছি।
মার্কেটিং ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এই ধরণের আয়োজন করার জন্য। ভবিষ্যতে এই ধরণের আয়োজন যারাই করবে আমরা ডাকসুর পক্ষ থেকে সহায়তা করবো।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    