

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে স্টারলিংক (Starlink) স্থাপনের উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)’র প্রতিনিধিরা।
সোমবার (১৯ জানুয়ারি) স্টারলিংক স্থাপনের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
শিক্ষার্থীরা মনে করেন, স্টারলিংক চালু হলে জবি ক্যাম্পাসে দীর্ঘদিনের ইন্টারনেট সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে জকসু’র সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “আমরা মূলত পরীক্ষামূলকভাবে স্টারলিংক ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা। যে প্রতিষ্ঠান থেকে আমরা সবচেয়ে ভালো সেবা পাবো, সেটিই শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে। আপাতত স্টারলিংক দুই মাস পরীক্ষামূলকভাবে চালু রেখে পর্যবেক্ষণ করা হবে। যদি দেখা যায় এটি শিক্ষার্থীদের ভালো সেবা নিশ্চিত করতে পারছে, তাহলে এর পরিসর আরও বাড়ানো হবে। আর ফলপ্রসূ না হলে বিকল্প ব্যবস্থার দিকেও আমরা যাবো। শিক্ষার্থীদের কল্যাণার্থে যেখান থেকে সর্বোত্তম সেবা পাওয়া যাবে, সেখান থেকেই ব্যবস্থা নেওয়া হবে।”
জকসু’র সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। এ কাজে শিক্ষার্থীরা আমাদের সহযোগী হিসেবে পাশে রয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রেক্ষাপট বিবেচনায় এখন পর্যন্ত আমরা তেমন কোনো ফ্লেক্সিবিলিটি পাচ্ছি না। তবুও কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণার্থে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় নীতিগত (পলিসি) ব্যবস্থা নেওয়া হবে।”
জকসু’র সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “পরীক্ষামূলকভাবে খুব শিগগিরই আমরা ক্যাম্পাসে স্টারলিংক স্থাপন করতে যাচ্ছি। সে জন্য আজ একটি পর্যবেক্ষক টিম ক্যাম্পাসে এসে সার্বিক বিষয় পর্যালোচনা করেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
মন্তব্য করুন
