

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসুর ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন।
সাদিক কায়েম বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, গত এক বছর ধরে আমরা ফ্যাসিবাদ, গণহত্যা ও ক্যাম্পাসে নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে কথা বলে আসছি। তিনি গত ১৬ বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মাধ্যমে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এই প্রেক্ষাপটে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর পক্ষ থেকে আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।
মন্তব্য করুন
