

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে সোচ্চারের ৪৬৯ শিক্ষার্থীর অংশগ্রহণে করা এক জরিপে দেখা গেছে, শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের এগিয়ে থাকছে। ভিপি পদে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের দেলোয়ার হাসান শিশির ৩২.৬ শতাংশ ভোটার তাকে ভোট দিতে চান। জরিপ অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের মোস্তাকিম বিল্লাহ পেতে পারেন মাত্র ১২.৮ শতাংশ।
সোমবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার: টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এই জরিপ প্রকাশ করেছে।
জরিপে এজিএস পদেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের মো. শাকিল (শাকিল মাহমুদ), ২৭.৯ শতাংশ। যেখানে ছাত্রদলের প্রার্থী মো. জহিরুল ইসলামকে ভোট দিতে চান করছেন ১৩.৪ শতাংশ শিক্ষার্থী। তবে জিএস পদে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে সোচ্চারের জরিপে উঠে এসেছে। জরিপ বলছে, জিএস পদে ছাত্রশিবিরের মো. মুজাহিদুল ইসলাম ১৬.২ শতাংশ ছাত্রদলের মারুফ বিল্লাহ ১৫.১ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন ১০.৪ শতাংশ ভোট পেতে পারেন।
সোচ্চার জানিয়েছে, জরিপে মোট ৪৬৯ অংশগ্রহণকারীর মধ্যে ৪০.১ শতাংশ নারী, ১০.৪ শতাংশ অমুসলিম এবং ১.১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর (অবাঙালি) শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৮১ শতাংশ শিক্ষার্থী বলেছেন তারা শাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রীদের মধ্যে এর হার ৭০.৭ শতাংশ এবং ছাত্রদের মধ্যে ৮৭.৯ শতাংশ।
জরিপ বলছে, ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন শাকসু নির্বাচনে অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে।
ছাত্রীদের মধ্যে এর হার ৩৫.৬ শতাংশ এবং ছাত্রদের মধ্যে ৫৮ শতাংশ। তবে ২৫.৬ শতাংশ শিক্ষার্থী এ বিষয়ে মন্তব্য করেননি।
শীর্ষ তিন পদ সম্পর্কে জরিপে বলা হয়েছে, ‘ভিপি পদে কাকে ভোট দিবেন?’ এমন প্রশ্নে গোপন ব্যালট পদ্ধতিতে শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী, দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের দেলোয়ার হাসান শিশির ৩২.৬ শতাংশ, সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মোস্তাকিম বিল্লাহ ১২.৮ শতাংশ, ‘স্বতন্ত্র সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের মুহয়ী শারদ ৫.৫১ শতাংশ, স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ ২.১ শতাংশ। তবে এখনও সিদ্ধান্ত নেননি ৪০.৫ শতাংশ শিক্ষার্থী।
এর মধ্যে পুরুষ সিদ্ধান্ত নেননি ৩৭ শতাংশ এবং নারী ৪৫.৭ শতাংশ।
জরিপের প্রশ্নে জিএস পদে দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো. মুজাহিদুল ইসলাম ১৬.২ শতাংশ, সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মারুফ বিল্লাহ ১৫.১ শতাংশ, স্বতন্ত্র ফয়সাল হোসেন ১০.৪ শতাংশ, স্বতন্ত্র মো. জুনায়েদ হাসান ৯.০১ শতাংশ, স্বতন্ত্র জুনায়েদ আহমেদ ৮.৭১ শতাংশ, সাধারণের ঐক্যস্বর প্যানেলের সাইফুর রহমান সিফাত ৩.২ শতাংশ এবং অন্যান্য প্রার্থীরা ০.৬ শতাংশ ভোট পেয়েছেন। এখনও সিদ্ধান্ত নেননি ৩০.৭ শতাংশ, এর মধ্যে পুরুষ ২৬.৭ শতাংশ এবং নারী ৩৬.৭ শতাংশ।
এজিএস পদে দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো. শাকিল (শাকিল মাহমুদ) ২৭.৯ শতাংশ, সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের মো. জহিরুল ইসলাম ১৩.৪ শতাংশ, সাধারণের ঐক্যস্বর প্যানেলের হাফিজুর ইসলাম হাফিজ ৭.৯১ শতাংশ, স্বতন্ত্র আতাহারুল ইসলাম রাহিন ২.১ শতাংশ ভোট পেয়েছেন। এখনও ৪২ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নেননি, এর মধ্যে পুরুষ ৩৬.৭ শতাংশ এবং নারী ৫০ শতাংশ।
এ ছাড়া ‘ভিপি, জিএস, এজিএসের পর অন্যান্য পদগুলোতে কোন প্যানেলের প্রার্থীদের বেশিরভাগ পজিশনে ভোট দিবেন?’— এ প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্রশিবির ২৮.৬ শতাংশ, ছাত্রদল ৮.৫ শতাংশ, স্বতন্ত্র ১৯ শতাংশ, অন্যান্য ৩ শতাংশ। ‘বলতে পারি না’ বা ‘আনডিসাইডেড’ বা ভোট দিবে না ২৮.৫ শতাংশ শিক্ষার্থী।
আনডিসাইডেড ভোটারদের (এখনো সিদ্ধান্ত নেয়নি) ডেমোগ্রাফিক তথ্য ও ভোটিং বিহেবিয়ার পর্যবেক্ষণ করে সোচ্চারের প্রেডিকশান হচ্ছে, ভিপি পদে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মোট ভোট পাবেন ৫৩.৬ শতাংশ এবং ছাত্রদলের প্যানেলের প্রার্থী পাবেন ৩০ শতাংশ। অর্থাৎ ছাত্রশিবিরের প্রার্থী ২৩.৬ শতাংশ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। একইভাবে জিএস পদে ছাত্রশিবিরের পাবেন ৩১.৪ শতাংশ ভোট, ছাত্রদলের প্রার্থী পাবেন ২৭ শতাংশ ভোট। ছাত্রশিবিরের প্রার্থী ৪.৪ শতাংশ ভোটে জয়লাভ করবেন। এই পদে সবচেয়ে বেশি কনটেস্ট হবে। তিনজন স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ হাসান, জুনায়েদ আহমেদ ও ফয়সাল হোসেন ৯ শতাংশ থেকে ১৪ শতাংশ করে ভোট পাবেন। আর এজিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী পাবেন ৪৬.৮ শতাংশ এবং ছাত্রদলের প্রার্থী পাবেন ২৫.৪ শতাংশ। শিবিরের প্রার্থী ২১.৪ শতাংশ ভোটে জয়লাভ করবেন।
প্রসঙ্গত, আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আজ হাইকোর্ট ওই নির্বাচনের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন।
মন্তব্য করুন

