সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আইডি কার্ড ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা : শাকসু নির্বাচন কমিশন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ
expand
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা তুলে ধরা হয়। ভোটারদের জন্য দেওয়া নির্দেশনার মধ্যে রয়েছে—

১. ভোট দেওয়ার জন্য আইডি কার্ড বাধ্যতামূলক। আইডি কার্ড ব্যতীত কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না;

২. ভোটকেন্দ্রে আইডি কার্ড ও ভোটার নম্বরের স্লিপ ব্যতীত অন্য কোনো কাগজ, কলম, মোবাইল এবং অন্য কোনো ডিভাইস সঙ্গে নিতে পারবেন না;.

৩. ভোটার স্লিপে ভোটার নম্বর ব্যতীত অন্য কোনো তথ্য লেখা যাবে না; এবং

৪. ভোট দিতে ভোটকক্ষে নির্দিষ্ট কলম সরবরাহ করা হবে। উক্ত কলম ব্যবহার করে প্রার্থীর নামের পাশে × (ক্রস চিহ্ন) দিয়ে ভোট দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X