

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলে মনোনয়ন না পাওয়া শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসান লড়ছেন জিএস পদে। শাকসু নির্বাচনে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামন ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারগুলো হলো , নিয়মতান্ত্রিক ও শক্তিশালী ছাত্রসংসদ প্রতিষ্ঠা করা, কর্তৃত্ববাদ ও নিপীড়নমুক্ত একাডেমিক পরিবেশ গঠন করা, আবাসন সংকট নিরসনে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ, নিরাপদ, মানবিক ও আইনি সুরক্ষিত ক্যাম্পাস গঠন, মানসম্মত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী খাবার ব্যবস্থা করা, সেবাভিত্তিক ও ডিজিটাল প্রশাসনিক সংস্কার করা।
এছাড়া শিক্ষা, গবেষণা ও লাইব্রেরি অবকাঠামো উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থান সহায়তা করা, অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গঠন, আধুনিক, নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত ক্যাম্পাস গঠন, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক বিকাশ সাধন এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে শাকসু নির্বাচন।
মন্তব্য করুন
