

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চব্বিশের জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ জানুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বর হয়ে মেইন গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ; হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; তুমি কে আমি কে, হাদি হাদি; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা কবো ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চ, কুবি শাখার সাধারণ সম্পাদক হাসান অন্তর বলেন, 'শরিফ ওসমান হাদীর মতো সৎ ও দেশপ্রেমিক মানুষের হত্যার বিচার না হলে আর কোন মানুষের বিচার হবে না। আমরা স্পষ্ঠ করে বলে দিতে চাই অতি দ্রুত যদি হাদি ভাইয়ের হত্যার বিচার না হয় আমরা আরও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাবো।'
মন্তব্য করুন
