

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে একটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন ও একটি বাইক ওয়াশার স্টেশন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় হলের প্রভোস্ট অধ্যাপক সিরাজুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে এ জোনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোনটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান নিশান গ্রুপের চেয়ারম্যান রাশেদুল ইসলাম মাসুদ বলেন, আমি নিজেও একসময় এই হলের শিক্ষার্থী ছিলাম। তাই হলের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। সেই ধারাবাহিকতায় এখানে সামান্য অংশীদার হতে পেরে আনন্দিত। অতীতে উনিশের ডাকসুতে হল সংসদের প্রতিনিধিরা বিভিন্ন সময় সহযোগিতার অর্থ যথাযথভাবে ব্যবহার করেনি। তবে এবার এমন একটি সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। যে অর্থ দিয়েছি, তার পুরোপুরি সদ্ব্যবহার ও আউটপুট দেখে বিস্মিত হয়েছি।
এ সময় ছাত্রলীগের নির্যাতনের শিকার মুহসীন হলের সাবেক শিক্ষার্থী রাকিবুল ইসলামকে উদ্দেশ্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, এই নতুন বাংলাদেশের অংশীদার আমরা সবাই। অসংখ্য শহীদ এবং পঙ্গুত্ববরণকারী গাজীদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। রাকিব ভাই ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। এই দেশ আমাদের সবাইকে মিলেই গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান, এজিএস আব্দুল মজিদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আতিকুল্লাহ জুবায়ের, সদস্য সগীর বিন ইসমাইল, সাইফ জাওয়াদ, মো. ফেরদাউস, মুশফিকুজ্জামানসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
