শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইবি তরুণ কলাম লেখক ফোরামের 'লেখা প্রদর্শনী'

ইবি প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
তরুণ লেখকদের পত্র-পত্রিকায় প্রকাশিত শতাধিক লেখা প্রদর্শন
expand
তরুণ লেখকদের পত্র-পত্রিকায় প্রকাশিত শতাধিক লেখা প্রদর্শন

'লেখনীর ধারায় সুপ্ত প্রতিভা বিকশিত হোক' স্লোগানে প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে লেখা প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে তরুণ লেখকদের পত্র-পত্রিকায় প্রকাশিত শতাধিক লেখা প্রদর্শন করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম বিভিন্ন অনুষদের ডিন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলমই সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। লেখার মাধ্যমে শুধু চিন্তার প্রকাশই নয়, সামাজিক দায়বদ্ধতাও বহন করা যায়। তরুণ প্রজন্মের লেখালেখির আগ্রহ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন। লেখা প্রদর্শনীটি সৃজনশীল লেখালেখির চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ লেখকদের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংগঠনটির সভাপতি রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা সৃজনশীলতা ও চিন্তার বিকাশে কাজ করে আসছে। সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই স্লোগান কে সামনে নিয়ে কাজ করছে। আমাদের এই লেখা প্রদর্শনীর উদ্দেশ্য হলো তরুণদের লেখনীর ভেতরে থাকা সৃজনশীল দিকগুলোকে সামনে নিয়ে আসা এবং পাঠকের কাছে পৌঁছে দেওয়া।

এই প্রদর্শনীতে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও সমসাময়িক ইস্যু নিয়ে লেখা প্রদর্শিত হচ্ছে। লেখার মাধ্যমেই সমাজে ইতিবাচক চিন্তা, সচেতনতা ও পরিবর্তন আনা সম্ভব। এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই প্রতিফলন। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহযোগীদের প্রতি, যারা এই উদ্যোগকে সমর্থন করেছেন। ভবিষ্যতে আমরখ আরো বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন