মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন স্থগিত ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিক সূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা আহ্বান করে।

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X