

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দামের পতন হওয়ায় সংগঠনের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
হালনাগাদ মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিভরি ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।
এর আগে টানা আট দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সর্বশেষ রোববার (২৮ ডিসেম্বর) ভরিপ্রতি আরও ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য ছিল।
মন্তব্য করুন

