

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং লেখক এফ এম রাশেদুল হক মল্লিক (মারুফ মল্লিক)-এর বিরুদ্ধে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের জবাব হওয়া উচিত তথ্য, যুক্তি ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে মামলা দিয়ে নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মামলা করার প্রবণতা বাড়তে থাকলে সমাজে আত্মনিয়ন্ত্রণ ও ভয়ের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে হলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আইনি প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে চাপে রাখা বা ভিন্নমতকে নিরুৎসাহিত করার হাতিয়ারে পরিণত না হয়-এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মতপ্রকাশের সাংবিধানিক অধিকার সুরক্ষা, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় শিক্ষক ফোরাম।
আরো উল্লেখ করা হয়,জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, অতীতের দমনমূলক রাজনীতির মতো মামলা ও ভীতির সংস্কৃতি নয়; বরং যুক্তিনির্ভর রাজনীতিই হওয়া উচিত ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মূল নীতি। এ লক্ষ্যে বাকস্বাধীনতা রক্ষা এবং যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় দেশবাসী-বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজকে-ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষে জানানো হয়, গণতান্ত্রিক পরিসর সংকুচিত হলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। তাই ভিন্নমতকে সম্মান জানিয়ে রাজনৈতিক মতভেদ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন
