বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার ঢাবির মুসলিম হলে পচা দই-মিষ্টি পেলেন শিবির নেতারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
দোকানে গিয়ে পচা খাদ্যদ্রব্য দেখতে পান হল সংসদ নেতা
expand
দোকানে গিয়ে পচা খাদ্যদ্রব্য দেখতে পান হল সংসদ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে পচা, মানহীন ও তারিখবিহীন দই ও মিষ্টি পেলেন শিবির নেতারা।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হলের সমাজসেবা সম্পাদক শিবির নেতা তরিকুল ইসলাম এক্সটেনশন বিল্ডিংয়ের সামনে অবস্থিত ‘হামিদ ভাইয়ের’ দোকানে গিয়ে এসব খাদ্যদ্রব্য দেখতে পান।

এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে হলের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন ওই দোকান থেকে দই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বিষয়টি সমাজসেবা সম্পাদককে জানান।

অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে দোকানটি পরিদর্শণে গিয়ে ফ্রিজে রাখা পচা, বাসি ও মানহীন দই ও মিষ্টি দেখতে পান।

ঘটনার পর সমাজসেবা সম্পাদক বিষয়টি হল প্রশাসনের কাছে লিখিতভাবে জানান এবং ফজলুল হক মুসলিম হলের ভিপির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ইতোমধ্যেই প্রভোস্টের কাছে পুরো তথ্য পাঠানো হয়েছে।

ফজলুল হক মুসলিম হলের ভিপি শিবির নেতা খন্দকার আবু নাঈম বলেন, ‘হল প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রভোস্ট স্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ক্যাপিটাল প্যানিশমেন্ট নিশ্চিত করা জরুরি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন