

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)সঙ্গে চীনের শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের চলমান একাডেমিক সম্পৃক্ততা ও গঠনমূলক সংলাপ জোরদার করার লক্ষ্যে ঢাকায় আগত একটি বিশিষ্ট চীনা প্রতিনিধিদলের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাবি ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক চেন ডংশিও এবং কনটেম্পোরারি চায়না এন্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস-প্রেসিডেন্ট মি. ফান দাকি।
এতে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতা, গবেষণা বিনিময় এবং যৌথ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ অধ্যাপক।
অতিথিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও আন্তর্জাতিক সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন।
মন্তব্য করুন
