শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
দোয়া মাহফিল
expand
দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ'সহ বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাগরিবের নামাজ শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার উপাচার্য ভবনসহ সকল হল/হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মরহুম শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শনিবার দুপুর ১২:০০ টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X