

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সৈনিক, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে নোবিপ্রবি ক্যাম্পাসে শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা ৷
এ সময় ছাত্র-জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারতভক্তি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’—এমন নানা স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত বলে আখ্যা দেন। তারা বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তারে কার্যকর কোনো অগ্রগতি নেই। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী আরিফুল ইসলাম সৈকত, জাহিদ হাসান, বনি ইয়ামিন, জিহাদুল ইসলাম রাফিসহ নোবিপ্রাবি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন৷ বিক্ষোভের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইসহাক ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন। তারা শোককে শক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতি নেন তখন৷
মন্তব্য করুন
