সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন দাবিতে জবির প্রশাসনিক ভবন ব্লকেড 

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
জবির প্রশাসনিক ভবন ব্লকেড 
expand
জবির প্রশাসনিক ভবন ব্লকেড 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধনসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ব্লকেড করেছে আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভিসি ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করছে।প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আন্দোলনকারীরা ভিসি ভবনের সামনে অবস্থান করছে।

এসময় তারা 'হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প' আমাদের অধিকার আমাকে দাও নইলে গদি ছাইড়া দেও' এক দুই তিন চার বৃত্তি আমার অধিকার; বৈষম্যের গদিতে আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়; আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি আমি কে জবিয়ান জবিয়ান ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক বলেন, আমরা আস-সুন্নাহতে ফ্রিতে থাকি না, আমাদের কিছু নিদিষ্ট অর্থ দিতে হয়। আমাদের সিটটা অনিশ্চিত, যেকোন সময় বের করে দিতে পারে। আমাদের বিশেষ বৃত্তি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক তাই আমাদের এই আন্দোলন।

এবিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের বখতিয়ার ইসলাম বলেন,এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন।

তাদের দাবিগুলো হলো আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা,আস সুন্নাহে অবস্থান করা শিক্ষার্থীরা কেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি থেকে বঞ্চিত হবে এর যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ন্যায্য, যুক্তিসংগত এবং নিশ্চিতভাবে প্রয়োগ করতে হবে, আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা ও রি-অ্যাডমিশন (Re-admission)–সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

এর আগে ‎বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তগুলোর সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা একইসাথে সংবাদ সম্মেলনে সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন তারা।

এরপরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানায় সংগঠনটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X