

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদল সমর্থিত এই প্যানেলের নাম ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’। তবে মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী নেই এই প্যানেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্যানেলের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
কেন্দ্রীয় সংসদে ছাত্রদলের ২২টি পদে নির্বাচন করবেন সহ-সভাপতি (ভিপি) পদে মোস্তাকিম বিল্লাহ, সাধারন সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ, সহ সাধারন সম্পাদক (এজিএস) জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মোঃ আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম।
এছাড়া সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন।
মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদ খালি থাকার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, 'অন্য একজন প্রার্থীর সাথে আমাদের আলাপ-আলোচনা চলছে। আলোচনা সমাপ্তির পর্যায়ে পৌঁছালে তাকে এই পদে অন্তর্ভুক্ত করতে পারব। তবে ইন্টেনশনালি এই পদটি খালি রাখা হয়নি।'
মন্তব্য করুন
