শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রসংসদের নির্বাচিতরা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
expand
শপথ নিলেন শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রসংসদের নির্বাচিতরা

বহুপ্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে‌।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রসংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী। এ সময় উপস্থিত ছিলেন হল সংসদের কোষাধ্যক্ষ ও ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির।

হল প্রাধ্যক্ষ প্রথমেই নির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

তাজউদ্দীন হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন - সহসভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মাহমুদুল হাসান শাকিব, সহসাধারণ সম্পাদক (এজিএস) তারেক আহমদ, সাহিত্য সম্পাদক মোঃ আতিকুর রহমান, রিডিংরুম সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (শুভ), কমনরুম সম্পাদক মো. আরিফ হোসেন, ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক খন্দকার আল ফাহাদ, স্বাস্থ্য সম্পাদক নাঈমুর রহমান শিপন, সমাজসেবা সম্পাদক মোঃ মনোয়ার হুসাইন, সামাজিক বিনোদন ও নাট্য সম্পাদক বায়জীদ আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেন (শিপন), সহক্রীড়া সম্পাদক এস. এম. নাজমুল হাসান ইমন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান ও সিরাজুল ইসলাম সোহাগ।

শহীদ তাজউদ্দীন আহমদ হল ছাত্রসংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, ২৪'র শহিদ, গাজী ও মরহুম জান্নাতুল ফেরদৌস ম্যামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ২৫০ বা ৩০০ জনের ভোটে বিজয়ী হলেও এখন ১ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। তাদের কণ্ঠই আমাদের কণ্ঠ। যেকোনো ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ, রাগ-ক্ষোভের ঊর্ধ্বে ওঠে তাদের জন্য কাজ করতে হবে। আশা করি, আমরা সকলে মিলে একটি সুন্দর, শিক্ষাবান্ধব ও বাসযোগ্য হল উপহার দিতে পারব।

হল প্রাধ্যক্ষ ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী বলেন, ২৪'র বিপ্লবের ১৫ শত শহিদ ও ৩০ হাজার আহত ছাত্র-জনতার ত্যাগের ফসল এই জাকসু নির্বাচন। কিছু মহল শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করে গেছে কিন্তু সফল হয়নি। আমরা চেয়েছি গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের প্রতিনিধি উঠে আসুক এবং তাদের দাবি দাওয়া প্রশাসনের কাছে পৌঁছাক। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন সফল হয়েছে। আমাদের হলের নির্বাচিত প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আশা করি, আপনারা ছাত্রদের ম্যান্ডেটকে মাথায় রেখে হলে একটি সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে আমাদের পাশে থাকবেন এবং কোনো ভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন।‌

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন