মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
ফার্ম গেইটে সড়ক অবরোধ
expand
ফার্ম গেইটে সড়ক অবরোধ

তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে নৃশংসভাবে হ’ত্যা’র ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট মোড়ে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে সড়ক অ’ব’রো’ধ করে অবস্থান নেয়।

কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের মোর্শেদ তরুণ–সেলিম গ্রুপ এবং সুইডেন আসলাম গ্রুপের হামলায় আহত তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা ৫দিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আইসিউতে থাকার পর গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

বিক্ষোভকারীরা জানায়, বারবার শিক্ষার্থীরা হ’ত্যা’র শিকার হলেও বিচার না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি—ঘটনার দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এসময় শিক্ষার্থীরা, বিভিন্ন স্লোগান দিতে থাকে, একশন একশন, ডাইরেক্ট একশন। ছাত্রদলের বিরুদ্ধে ডাইরেক্ট একশন।তুমি কে আমি কে সাকিব সাকিব

এদিকে হঠাৎ সড়ক বন্ধ হয়ে পড়ায় বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁওসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। গাড়ির দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X