সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্লাগ মিছিল

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও ফ্লাগ মিছিল
expand
রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও ফ্লাগ মিছিল

চট্রগ্রাম বন্দরে বিদেশি প্রধান্যের প্রতিবাদে 'বাংলাদেশ ফার্স্ট' ফ্লাগ মিছিল করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও ফ্লাগ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীরা পতাকাসহ মিছিল বের করে শাহবাগে যেয়ে শেষ করে। এসময় আন্দোলনকারীরা 'আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না', 'কামলা না মালিক, মালিক মালিক', 'দেশি না বিদেশি, দেশি দেশি'সহ নানা স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোন সেক্টর নাই। তাহলে শুধুমাত্র চট্রগ্রাম বন্দরের দূর্নীতির কথা কেন বলা হবে? দুর্নীতি, চাঁদাবাজির কথা বলে বিদেশীদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কাজেই সরকারের এই উদ্যোগ বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই মেনে নিতে পারে না।

ভারত, ইজরায়েলের পোর্ট অপরেটর আসলেও এদেশের মানুষ তার প্রতিবাদ করতো দাবি করে তিনি বলেন, এই দেশের মানুষকে এই দুর্নীতি, চাঁদাবাজের ট্যাবলেটের কথা বলে এই যে ডিপি ওয়ার্ল্ড আনা হচ্ছে সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে ভারতের একাধিক চুক্তি আছে, ইসরাইলের একাধিক চুক্তি আছে, আমেরিকার একাধিক চুক্তি আছে।

তিনি দাবি করেন, আধুনিক বিশ্বে মাল্টিল্যাটারাল ডিলিংস এর মাধ্যমে একটা দেশ আরেকটা দেশে প্রবেশ করে।অতএব যদি ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কনসেশন পায় তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে।

তিনি আরও দাবি করেন, এপিএম টার্মিনাল এবং এই ডিপিওয়ার্ল্ডের মাধ্যমে ইসরায়েল এক্সেস পেয়ে গেল। এপিএম টার্মিনালের মাধ্যমে আমেরিকাকে একটা সাব ঘাটি দেয়া হল।

এসময় তিনি বলেন, আমরা এই দেশের মানুষকে বলতে চাই যে, আজকে দুর্নীতির কথা বলে, সক্ষমতার কথা বলে আমাদের চট্টগ্রাম পোর্টকে বিদেশের হাতে দেয়ার অপচেষ্টা চলছে, পায়তারা চলছে- এইটার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X