

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্রেশার্স রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল একথা বলেন।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টায় নতুন কলা ও বিজ্ঞান ভবন মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
আল মামুন রাসেল বলেন , তোমাকে স্পেশাল নলেজ অর্জন করতে হবে,তোমাকে পরিশ্রমী হতে হবে , তোমাকে প্রচুর বই পড়তে হবে, তোমার স্বপ্ন হবে বড় ,তোমাকে বেতিক্রম হতে হবে ,আগে বলা হতো নলেজ ইস পাওয়ার আর এখন বলে দক্ষতা বিহীন নলেজ এর কোন ভ্যালু নেই।তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ টা তোমাকে ১০ জন থেকে আলাদা করবে ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা শিবিরকে গুপ্ত গুপ্ত বলে তারা কিন্তু গত ১৫ বছর আমাদের সাথে থেকে আন্দোলন করেছে । ২০০৬ সাল থেকে এই দেশকে নিয়ে চক্রান্ত করছে ভারত যাতে এই দেশের শিক্ষাকাঠামো একটা আধুনিক শিক্ষাকঠামোতে না দাঁড়ায় ।
প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের জন্য ব্যাগ, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি, চাবির রিং ও ফুল বিতরণ করা হয়। খাবারের ব্যবস্থা করা হয় এবং জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নবীনদের ক্যারিয়ার গঠনে পরামর্শ দেন।
সমগ্র আয়োজনটি নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে সহায়তা করার লক্ষ্য সফলভাবে পালন করেছে।
মন্তব্য করুন
