মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবি শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প কাল

জাবি সংবাদদাতা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগ আগামি ৫ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে দিনিব্যাপী 'শহীদ কামরুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্প`।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা পালনসহ নানা শিক্ষার্থীমুখী কার্যক্রম সম্পন্ন করেছে। এবছরের শুরুর দিকে আইটিএ-ছাত্রশিবির কোলাবোরেশনে আয়োজিত "আশ-শিফা ফ্রি হেলথ ক্যাম্পে" শিক্ষার্থীদের বেসিক হেলথ চেকআপকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারে আরও বিস্তৃত, বিভাগভিত্তিক বিশেষজ্ঞ সেবা নিয়ে আয়োজন করা হচ্ছে "শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫"।

এসময় জানানো হয়, এবারের ক্যাম্পে মোট ৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। মেডিকেল ক্যাম্পে মোট ৩৫৩২ জন শিক্ষার্থী সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মেডিসিন বিভাগে ৫১৮ জন, সাইকিয়াট্রিক্স বিভাগে ২৮০ জন, গাইনি বিভাগে ২৪১ জন, চর্ম ও যৌন বিভাগে ৬৪৫ জন, নাক, কান ও গলা বিভাগে ৪০০ জন, সার্জারি বিভাগে ৭২ জন, চক্ষু বিভাগে ৫৭৭ জন, অর্থোপেডিক বিভাগে ১৭৫ জন, ডেন্টাল বিভাগে ৪২২ জন এবং অন্যান্য বিভাগে ২০২ জন রেজিস্ট্রেশন করেছে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবির সভাপতি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, নৈতিকতার ভিত্তিতে আলোকিত মানবিক সমাজ গঠন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম অযাচিত বাধার কারণে বন্ধ থাকলেও, গত বছর ২৯ অক্টোবর পুনরায় তার সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জাবি ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক উদ্যোগ নিয়ে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X