মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘলার এক ডজন বাস আটক করলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
মেঘলা ট্রান্সপোর্ট
expand
মেঘলা ট্রান্সপোর্ট

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মেঘলা ট্রান্সপোর্টের প্রায় ১২টি বাস শিক্ষার্থীরা আটকে রেখেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে নায়েমের গলিতে নিয়ে যায়।

ঢাকা কলেজের শিক্ষার্থী জানান, আগের দিন কলেজের এক ছাত্র বাসায় ফেরার সময় মেঘলা পরিবহনের একটি বাসে ওঠে। পথে এক যাত্রীর সঙ্গে হেলপারের বাক-বিতণ্ডা শুরু হলে সে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যায়।

কিন্তু পরে হেলপারের সঙ্গে তার নিজেরই তর্ক বাধে, এবং উত্তেজনার এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দেয়। দরজার সঙ্গে ধাক্কা লেগে তার পায়ে গভীর কাটা লাগে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা ৪০টি সেলাই দেন এবং গুরুতর জটিলতার আশঙ্কার কথাও জানান এমনকি পা প্যারালাইজড হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন।

নিউমার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, তারাপুর থেকে কলেজে ফেরার সময় ওই শিক্ষার্থীর সঙ্গে হেলপারের বিরোধ ও ধাক্কাধাক্কির ঘটনাই এই সংকটের কারণ।

তিনি আরও বলেন, বিষয়টি ওসি-কে অবহিত করা হয়েছে। ওসি ঘটনাস্থলে এসে কলেজের শিক্ষক, পরিবহন মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X