মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, কর্মচারী আহত

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড
expand
জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোহাম্মদ হাবিব মিয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হোটেলের এক কর্মচারী জহির দগ্ধ হয়ে আহত হন।

হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, "হঠাৎ করে গ্যাসের বোতল থেকে এই আগুন লাগে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দোকানের সকল খাবার ও মজুদ সামগ্রী পুড়ে গেছে এবং আমাদের একজন কর্মচারী আহত হয়েছে। স্থানীয়দের ও প্রক্টোরিয়াল টিমের সহায়তায় আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দোকান পর্যবেক্ষণ করে গেছেন এবং সবকিছু এখন স্বাভাবিক আছে'

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীরনগর আলম বলেন, “দোকানের গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বা সংযোগস্থলে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তাই বড় ধরনের ক্ষতি হয়নি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন,আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নেভাতে সহায়তা করে। তাৎক্ষণিক ব‍্যাবস্হা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X