বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ১ ডিসেম্বর

চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন : সেইফগার্ডিং ওশান হারমোনি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সোমবার।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার, ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছারুল হক।

অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন বলেন, ‘আগামী ১-৪ ডিসেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মূল থিম হলো সেইফগার্ডিং ওশান হারমোনি। এছাড়া আরও সাতটি সাব-থিমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ এর অধিক গবেষক এতে উপস্থিত থাকবেন। আমরা আশা করি এই সম্মেলন আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে।’

তিনি আরও জানান, সম্মেলনের ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া উপস্থিত থাকবেন চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X