শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
ভোটগ্রহণ কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা
expand
ভোটগ্রহণ কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও ছাত্রদলের আবেদন মেনে ভোট এবার হাতে গোনা হবে।

তবে ছাত্রশিবিরের অভিযোগ, এই সিদ্ধান্ত ছাত্রদলকে সুবিধা দিতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহ্মদ খান জানিয়েছেন, “ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে সমালোচনা হয়েছে, তাই সকল ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভোটগ্রহণ শেষে মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে গণনার কথা থাকলেও ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির পর ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত হয়েছে।

ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব দাবি করেছেন, “শুধু হাতে ভোট গণনা করলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। তাই দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি করি।”

এর আগে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি মো. শেখ সাদী হাসান বলেন, “ছাত্রশিবির ও ছাত্রদলবিরোধী প্রার্থীদের সুবিধা দিতে প্রশাসন রাত থেকে চেষ্টা করছে। ভোট গণনার মেশিনটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সহায়তায় আনা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি।” পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রশাসন তাদের দাবি মেনে ভোট ম্যানুয়ালি গণনা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন