মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ পাঠ্যসূচিতে হবে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
এইচএসসি পরীক্ষা। পুরোনো ছবি
expand
এইচএসসি পরীক্ষা। পুরোনো ছবি

আগামী বছরের (২০২৬) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষাগুলো সব বিষয়ে পূর্ণ পাঠ্যসূচি অনুসারে, নির্ধারিত সময় ও পূর্ণ নম্বরের সঙ্গে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে মে–জুন মাসে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শনিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই শিক্ষার্থীরা ২০২৬ সালের মে–জুনে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এছাড়া, চিঠিতে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৬ সালের এসব পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পূর্ণ পাঠ্যসূচিতে, সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরের ভিত্তিতে আয়োজন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন