

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বাংলাদেশ ২.০: তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নীতি প্রতিযোগিতা ঢাবি পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাবির বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীবৃন্দ জাতীয় নীতি সংস্করণে নিজেদের বিভিন্ন প্রজেক্ট (প্রকল্প) উত্থাপন করেন। যেখানে তারা বর্তমান জাতীয় নীতিগুলোর বিভিন্ন দিক সংস্করণ ও এর পরিবর্তে তাদের পরিকল্পনাগুলো তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকা বাকি শিক্ষার্থীরা প্রকল্পের বিভিন্ন বিষয়ে উপস্থাপকদের প্রশ্ন করেন।
অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছাড়া এই বড় কাজগুলো হয় না। এগুলো খুবই কঠিন কাজ যেখানে অনেক প্রতিবন্ধকতা আছে। এই অনুষ্ঠান বাস্তবায়নে আমাদেরকে অনেকেই সাহায্য করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মানুষের অবদান স্বীকার করা অনেক গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ঢাবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা অনেক জরুরি। কারণ, এ ধরনের ফ্রেম ওয়ার্ক যদি উত্থাপন করা হয়, তাহলে নীতি নির্ধারণের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আজকের এই তরুণদের বয়েস রিফ্লেক্ট হওয়া ভীষণ জরুরি।
ঢাবির নব নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমাদের বিভিন্ন পলিসি একটি দেশের প্রেসক্রিপশন অনুসারে করা হয়েছে। এখানের সকল পলিসি বিগত ১৬ বছর ভারত তৈরি করে দিতো।
জুলাই পরবর্তী সময়ে নতুন করে পলিসি তৈরি করার জন্য তরুণদের চিন্তাভাবনা যুক্ত করতে হবে। তরুণদের এসকল প্রস্তাবনা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করে সাদিক কায়েম বলেন, এইসকল পলিসি যেনো শুধু মুখে মুখে না থাকে, এগুলো যেনো বাস্তবায়ন হয়। এগুলোর সুন্দর রূপরেখা আমাদেরকে দিতে হবে।
ভিপি বলেন, এখনই সময় আমাদের বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে গড়ে তোলা। ক্ষমতায় যেই আসুক না কেনো, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ যেনো থেমে না থাকে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাকাডেমিক অঙ্গনে পরিণত করতে হবে। নতুবা, নতুন পলিসি শিক্ষার্থীদের মধ্যে থেকে আসবে না।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
